চাঁদপুর: চাঁদপুর সোনালী অতীত ক্লাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সহ অন্যান্য সদস্যরা।
ক্লাবের আয়োজনে সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান মিয়াজী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক দেওয়ান আরশাদ আলী, বাংলাদেশ ফুটবল জগতের সাবেক ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে, ক্লাবের সাংগঠনিক সম্পাদক বোরহান খানের মেয়ের জামাইয়ের মৃত্যুতে এবং মতলবের ফুটবলার শরীফের সুস্থতার জন্য এ দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও সাবেক ফুটবলার মনোয়ার হোসেন চৌধুরী। মিলাদ পূর্বে আলোচনা সভায় অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্টেডিয়াম রোডস্থ টিএন্ডটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল।
দোয়া অনুষ্ঠানে ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও সাবেক ফুটবলার এবং নতুন সদস্য গন উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/