চাঁদপুর সেবা সিটি সেন্টারের দোকান মালিক সমিতির পরিচিতি সভা

চাঁদপুর: চাঁদপুর শহরের আধুনিক ব্যবসা প্রতিষ্ঠানের কেন্দ্রস্থল সেবা সিটি সেন্টারের সকল দোকান মালিকগণ ও ব্যাসায়ীবৃন্দের মধ্যকার আনুষ্ঠানিক পরিচিতি পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সেবা সিটি সেন্টার দোকান মালিক সমিতির আয়োজনে মার্কেটের চতুর্থ তলায় মনোরম পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শাহাদাত হোসেন খান মানিক।

সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসাইন সোহেলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সহ সভাপতি খান এ জিলানী মোঃ আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক মোঃ ফয়সাল হোসেন, চঞ্চল ঘোষ, কোষাধ্যক্ষ বাপ্পী সাহা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ খান রাজন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রানা খান, প্রচার সম্পাদক সিদ্দিক আলী, ক্রীড়া সম্পাদক সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ইউসুফ আহমেদ, সমাজ সেবা সম্পাদক মোঃ খোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, সতস্য পার্থ দে, হোসনে আরা মুন্নী, মানিক কর্মকার।

মার্কেটের প্রায় ৮০টি দোকান ব্যাসায়িরা মার্কেট মালিকগণের বিষয় নিয়ে প্রায় বিস্তাারিত আলোচনা করেন।

আধুনিক সুযোগ সুবিধা সস্বোলিত সেবা সিটি সেন্টারটি গত বছরের ১ জুলাই উদ্বোধনের পর প্রথমবারের মতো কমিটি গঠনপূর্ব পরিচিতি পর্বের অনুষ্ঠান করা হয়েছে।

ফম/এমএমএ/

মো. শওকত আলী | ফোকাস মোহনা.কম