চাঁদপুর: চাঁদপুর শহরস্থ সেবা সিটি এন্ড খান টাওয়ার এ্যাপার্টমেন্ট ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠনকল্পে গতকাল ১৮ নভেম্বর বৃস্পতিবার বিকেলে সেবা সিটির নিচতলা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের আহবায়ক শাহাদাত হোসেন খান মানিক। এসোসিয়েশনের আহবায়ক সদস্য সচিব অ্যাডভোকেট মো:শামছুল ইসলাম মন্টুর পরিচালনায় অংশ নেন সদস্য মো: সফর উদ্দিন, সদস্য সাংবাদিক সোহেল রুশদী , সদস্য পারভেজ করিম বাবু, সদস্য মো: মিজানুর রহমান, সদস্য সালাউদ্দিন সরদার, সদস্য আ:সামাদ খান , সদস্য স্বপন কুমার রায়, সদস্য বাদল কৃষ্ণ সরকার, সদস্য মো: আবদুল মালেক মানিকসহ অধিকাংশ ফ্লাট মালিকগন।
এ সময় উপস্থিত ছিলেন সেবার সিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো:হেলাল ও প্রকৌশলী মো: মনিরসহ কর্মচারীবৃন্দ। সভায় সেবা সিটি এন্ড খান টাওয়ার এ্যাপার্টমেন্ট এসোসিয়েশন ফ্লাট মালিক পক্ষের স্বার্থ সংরক্ষণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ফ্লাট মালিকদের সকল সুবিধা নিশ্চিত করার ব্যাপারে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় ফ্লাট মালিক পক্ষের নিরাপত্তা নিশ্চিত, জনবল নিয়োগ, সুষ্ঠু পরিচালনা, গঠনতন্ত্র প্রনয়নসহ বেশ গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সবশেষে উপস্থিত ফ্লাট মালিক পক্ষের উপস্থিতি সর্বসম্মতিক্রমে সেবা সিটি এন্ড খান টাওয়ার এ্যাপার্টমেন্ট ওনার্স এসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটি নিন্মরুপ : সভাপতি শাহাদাত হোসেন খান মানিক, সহ-সভাপতি মো: সফর উদ্দিন,সহ-সভাপতি সাংবাদিক সোহেল রুশদী,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো:শামছুল ইসলাম মন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু,কোষাধ্যক্ষ মো:মিজানুর রহমান,সদস্য চেয়ারম্যান সালাউদ্দিন সরদার ,সদস্য আ:সামাদ খান,সদস্য স্বপন কুমার রায়,সদস্য বাদল কৃষ্ণ সরকার,সদস্য মো:আবদুল মালেক মানিক প্রমুখ।
উল্লেখ্য সেবা সিটি এন্ড খান টাওয়ার এ্যাপার্টমেন্ট ওনার্স এসোসিয়েশনের ৩৫টি ফ্লাট (সদস্য) রয়েছে।
ফম/এমএমএ/