চাঁদপুর: চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবিতে এবার সাধারণ শ্রমিকদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে ।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে চাঁদপুরের সড়কপথে কর্মরত বিভিন্ন পেশার শ্রমিকদের একটি প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বশির আহমেদের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির অনলিপি চাঁদপুরের পুলিশ সুপার এবং, সওজ ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় প্রদান করা হয়।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, অনতিবিলম্বে গাছতলা ব্রিজের (চাঁদপুর সেতুর ) টোল বন্ধ করা না হলে আমরা সকল শ্রমিকগণ আগামী ২১/০৮/২০২৪ইং তারিখ হইতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি প্রদান করতে বাধ্য হবো। তাই আমাদের সাধারণ অসহায় গরীব নিরীহ শ্রমিকদের কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব চাঁদপুর রায়পুর রামগঞ্জ ডাকাতিয়া নদীর উপর চাঁদপুর সেতুর টোল বন্ধ করবেন বলে আমাদের বিশ্বাস।
প্রকাশ থাকে যে, গত ১৬/০৮/২০২৪ইং তারিখে আমরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল করি। কিন্তু কে বা কাহারা ষড়যন্ত্র করে চাঁদপুর সেতুর টোলঘরটি ভেঙ্গে ফেলে। যার সাথে আমরা সাধারণ শ্রমিকরা কোন ভাবেই জড়িত নই। আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য উক্ত কাজটি করা হয়েছিল।