চাঁদপুর সিটি কলেজে পাসের হার ৯৬.১৫

চাঁদপুর:  সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকার সিটি কলেজে এবার পাসের হার ৯৬.১৫।

চাঁদপুর শহরের সিটি কলেজের বিএম শাখায় ১০০%,বিজ্ঞান শাখায় ১০০%,মানবিক শাখায় ৯৫.৪৫%,ব্যবসায় শিক্ষা শাখায় ৬৭.৬৭%।  চাঁদপুরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মত এ কলেজটি ও পাসের হারে এগিয়ে রয়েছে।

রবিবার ১৩ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হয়।

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ অনুষ্ঠান থেকেই শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি ফলাফলের বিস্তারিত গণমাধ্যমকর্মীদের জানান।

চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম ও প্রভাষক বেনী আমিন জানান, আমাদের প্রতিষ্ঠান থেকে ফলাফলের গুনগতমান অব্যাহত রাখার জন্য প্রতিজন শিক্ষক শিক্ষিকা কঠোর পরিশ্রম করে, ছাত্র ছাত্রীদের নিয়মিত পাঠদানের বিষয়ে খোঁজ খবর রাখে। অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিলো। আমাদের কলেজের শিক্ষার্থীরা  করোনা কালিন সময়ে অনলাইন মাধ্যমেও শিক্ষা কার্যক্রম পরিচালানা করেছেন।এ জন্য আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আশাবাদ ব্যাক্ত বলেন ভবিষ্যৎতে সকলের যৌথ সহযোগীতায় আমরা ভালো ও সাফল্যে দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

ফম/এমএমএ/

গাজী মো. ইমাম হাসান | ফোকাস মোহনা.কম