চাঁদপুর সাহিত্য একাডেমীর নব-নির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণ

চাঁদপুর:  সাহিত্য একাডেমী  চাঁদপুর-এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের (২০২৫-২৭) দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর সাহিত্য একাডেমীর মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) ও সাহিত্য একাডেমীর সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন।

নব-নির্বাচিত পরিষদের মহাপরিচালক কাদের পলাশের সঞ্চালনায় সভার শুরুতেই একাডেমীর প্রতিষ্ঠাতাকাল থেকে এ পর্যন্ত যারা প্রয়াত হয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন নব-নির্বাচিত পরিষদের সহ-সভাপতি আবদুল্লাহিল কাফি।

এরপর সাহিত্য একাডেমীর ৪০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে নব- নির্বাচিত পরিষদের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা এবং উপহার দিয়ে বরণ করে নেন একাডেমীর সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, অনেক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সাহিত্য একাডেমীর নির্বাচন সম্পন্ন করেছি। আমার একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল সাহিত্য একাডেমীকে পুনরোজ্জীবিত করা। যাতে করে সকল পর্যায়ের লেখকরা সাহিত্য একাডেমীর ছায়াতলে এসে সাহিত্য চর্চা করতে পারে। চাঁদপুর সাহিত্য একাডেমীর যে সুনাম রয়েছে তা নতুন উদ্যোমে সমগ্র দেশব্যাপী ছড়িয়ে দেয়া।
তিনি আরো বলেন, বিগত সময়ে অনেকেই বিভিন্ন কারণে সাহিত্য একাডেমীর সদস্য হতে পারেননি অথবা হন নি। আগামী ১৫ দিনের মধ্যে গণবিজ্ঞপ্তি দিয়ে সদস্য আহ্বান করে নতুন সদস্য নেওয়া হবে। তবে এ ক্ষেত্রে যেন প্রকৃত লেখকরা সদস্য হতে পারে সেটি নিশ্চিত করতে হবে। শিশু কিশোরদের সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে স্কুল কলেজ পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। একাডেমীর কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করতে হবে। ভোটাররা আপনাদের বিশ্বাস করে এবং ভালোবেসে যে দায়িত্ব দিয়েছেন তার মর্যাদা আপনারা দিবেন। তিনি একাডেমীর ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার আহ্বান জানান।

সভায় সাহিত্য একাডেমি নিয়ে লিখিত আকারে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং প্রস্তাবনা পেশ করেন নব-নির্বাচিত পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, পরিচালক (লাইব্রেরী, সেমিনার ও শিশু সাহিত্য) আশিক বিন রহিম।

বক্তব্য রাখেন,‌ নব-নির্বাচিত কার্যনির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, মোকলেসুর রহমান, সুমন কুমার দত্ত, মির্জা জাকির, কবির হোসেন মিজি, মনিরুজ্জামান বাবলু, উজ্জল হোসাইন, মহিউদ্দিন রাসেল, আল আমিন ও নুরুল ইসলাম ফরহাদ।

সভায় নবনির্বাচিত কার্যকরী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। আলোচনায় সাহিত্য একাডেমীর ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম, সাংস্কৃতিক উন্নয়ন ও সাহিত্য চর্চার প্রসারে নানা দিক নিয়ে আলোচনা হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম