চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও থিয়েটার ফোরামের মানববন্ধন

চাঁদপুর : কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রকাশ ও গভীর শ্রদ্ধা জানিয়ে চাঁদপুর জেলার সকল সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগষ্ট) বৈরী আবহাওয়া মধ্যে দিয়ে জেলা শিল্পকলা একাডেমী সম্মুখে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও থিয়েটার ফোরাম এই মানববন্ধন  কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির ও এর অঙ্গ সহযোগী সংগঠন নিষিদ্ধ করা সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তকে অভিনন্দন ও সাধুবাদ জানায়।

এসময় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক হারুন আল রশিদ, থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটোয়ারী, জেলা শিল্পকলা একাডেমীর এডহক কমিটির সদস্য রূপালী চম্পা, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়াসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ফম/এমএমএ/