
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কলেজের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ‘মরহুমা আয়েশা খাতুন ও আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রকল্প থেকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান। ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কিন প্রবাসী মোহাম্মদ রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বৃত্তিদাতা পরিবারের সদস্য ডা. মোবারক হোসেন চৌধুরী, ডা. এস এম সহিদ উল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জীবন কানাই সাহা ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিষয়ের শিক্ষক, অভিভাবক, কর্মচারী এবং শিক্ষার্থীরা।
মরহুমা আয়েশা খাতুন শিক্ষা বৃত্তি প্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হলো-হুমায়রা, নওশিন জাহান, তাহিয়াত নূরেন, মাহমুদা আক্তার সূবর্ণা, আয়েশা আক্তার নূপুর,জাকা কাসাস,সামিয়া বিনতে নাসির,নাহিদা আক্তার, ফাহমিদা আক্তার নিমু।
মানবিক বিভাগের শিক্ষার্থীরা হলো-জান্নাতুল নাঈম তাবাস্সুম, সারা আকবর, সানজানা মুনতাহা মম, সাহারা আক্তার, সামসুন নাহার অথৈ, লামিয়া ইসলাম, খাদিজা আক্তার, ইলমা আক্তার ইভা, কানিজ ফাতেমা মিম।
ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা হলো-রুপা দাস, জাহারা জেরিন, ইমা আক্তার, অপি ঘোষ, ইসরাত জাহান, তাহসিন,পূর্ণা মজুমদার,ওয়াছিফা জাহিদ, নিপা রানী রায়।
মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি প্রাপ্ত বাংলা বিভাগের শিক্ষার্থীরা হলো- সুপ্তি দেবনাথ, মিস ফাতেমা, ও রুহানা ইসরাত। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা হলো-কামরুন নাহার পার্জু, রাবেয়া আক্তার ও উম্মে সিদ্দিকা। ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা হলো- মিথিলা রহমান মিম, তানজিলা আক্তার ও হীরা আক্তার।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা হলো- সুরাইয়া আক্তার, সামিয়া, ফারজানা আক্তার ও মিতু সরকার। সর্বমোট ৩৯ জনকে মোট ১ লাখ ২০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।