চাঁদপুর: জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ-২০২২ উদ্যাপনের লক্ষ্যে রবিবার (০৭ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুদ্ধাচার কমিটির ফোকাল পয়েন্ট ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, সদস্য ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, সদস্য ও প্রভাষক আলআমিন এবং সদস্য সচিব ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক জীবন কানাই সাহা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বুলবুল আলম, ও প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অত্র কলেজ প্রাঙ্গনে বনজ, ফলজ ও বিভিন্ন রকম ফুলের চারা রোপণ করা হয়।
ফম/এমএমএ/