চাঁদপুর সরকারি কলেজ মাঠে এক যুগ পরে ঈদ জামায়াতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ

চাঁদপুর: চাঁদপুর সরকারি কলেজ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ শে মার্চ) সকাল সোয়া ৮ টায় অনুষ্ঠিত ঈদ জামাতে দীর্ঘ একযুগ পর পুনরায় ইমামতি করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর আল্লামা খাজা অলিউল্লাহ।

তিনি মুসল্লীদের উদ্দেশ্যে হেদায়াতমূলক বক্তব্য দেন। পবিত্র মাহে রমজান শেষে সকলে একত্রিত হয়ে আল্লাহর নির্দেশ পালন করার সুযোগ তৈরী করে দেয়ায় রবের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পবিত্র কুরআন এর শিক্ষা যেন প্রতিটি মানুষের জীবনকে আলোকিত করে এমনটি প্রত্যাশা করেন তিনি।

ঈদের জামাত পূর্বে ঈদগাহ কমিটির সভাপতি শাহ মো. জাহাঙ্গীর বলেন, আমরা দীর্ঘ একজুগ পর পূর্বের ন্যায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ পেয়েছি। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যাক্তি আল্লামা খাজা ওয়ালিউল্লাহ পীর সাহেব হুজুরের সাথে একত্রিত হয়ে আত্মতৃপ্তির সাথে নামাজ আদায় করার সৌভাগ্য হয়েছে। এক যুগ পূর্বে যেমন এই সরকারি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যেত, আমরা দেখতে পাচ্ছি পূর্বের ন্যায় আজকেও মুসল্লিদের উপচে পড়া ভিড়। এটাই প্রমাণ করে এ মাঠে নামাজ আদায় করা মুসল্লিদের আকাঙ্খা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি উপস্থিত মুসল্লিদের আশ্বস্ত করে বলেন, সকলের সহযোগিতা থাকলে মুসল্লিদের প্রত্যাশা অনুযায়ী ইনশাআল্লাহ আগামীতে মাঠ প্যান্ডেল আরো বড় করা হবে। আমরা আশা করছি চাঁদপুর সরকারি কলেজ মাঠ তার পুরনো ঐতিহ্যে ফিরে আসবে।

ঈদ জামাতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মুনীর চৌধুরী, সিরাজুল ইসলাম সিরু মিজি, ডা. মোঃ শফিউল্লাহ, সাবেক পৌর কাউন্সিলর চান মিয়া মাঝি, চাঁদপুর সরকারী কলেজ মসজিদের খতিব হাফেজ মাওলানা নিজামুল হক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

ফম/এমএমএ/

মুসাদ্দেক আল-আকিব | ফোকাস মোহনা.কম