মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। সকাল সাড়ে ৯ টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের নেতৃত্বে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর শেখ মো. খলিলুর রহমানসহ শিক্ষক শিক্ষার্থীরা জেলা প্রশাসনের নির্মিত শেখ কামাল এঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
সকাল ১০টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাকক্ষে উপাধ্যক্ষ প্রফেসর শেখ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং শিক্ষক পরিষদ সম্পাদক মো. মেহেদী হাছানের সঞ্চালনায় হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মহিবুল্লাহ মুহিব, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসাইন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. আলী আজগর ফকির, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. সামছুর রহমান বক্তব্য রাখেন।
বক্তাগণ শেখ কামালের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং ক্রীড়াঙ্গনে তাঁর অপরিসীম অবদান নিয়ে আলোচনা করেন। শেষে ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ফম/এমএমএ/