চাঁদপুর: ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
সকাল এগারটায় প্রফেসর অসিত বরণ দাশ এবং উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার সকল শিক্ষক কর্মকর্তাদের নিয়ে কলেজ ক্যাম্পাসে আনন্দ র্যালি করেন, পরে প্রশাসনিক ভবনের সামনে একটি স্মারকবৃক্ষ (মহুয়া গাছের চারা) রোপন করেন।
এ সময় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজিম উদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আলাউদ্দিন, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হাফেজ মুহাম্মদ রুহুল আমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক কর্মকর্তাবৃন্দ, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, যুগ্ম-সম্পাদক সেলিনা পারভীন এবং অর্থ-সচিব সুমন মজুমদার উপস্থিত ছিলেন। অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘‘স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
তাঁর সুযোগ্য নেতৃত্ব এবং সময়োচিত পদক্ষেপের কারণে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বিশ্বের কাছে আজ বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচয় পেয়েছে এবং করোনাকালীন সময়ে দেশের প্রবৃদ্ধি এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে।’’ কলেজ শিক্ষক কর্মকর্তাবৃন্দের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হাফেজ মুহাম্মদ রুহুল আমিন। শেষে শিক্ষক কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
বাদ যোহর চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রীয় মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া, বিশেষ মোনাজাত এবং শেষে তবারুক বিতরণ করা হয়।
ফম/এমএমএ/