চাঁদপুর সরকারি কলেজে বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠিত

চাঁদপুর: মেঘনাপাড়ের বাতিঘর নামে খ্যাত চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুর জেলার একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ।

এ বিদ্যাপীঠে চাঁদপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে আজ ১২ অক্টোবর ২০২৩ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার) কলেজ মাঠে বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের কমিশনার, গ্রুপ সভাপতি ও অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা স্কাউটের সম্পাদক অজয় কুমার ভৌমিক এবং চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার সহকারী পরিচালক ফিরোজ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন-দক্ষ, যোগ্য ও সুশৃঙ্খল জাতি গঠনে রোভার স্কাউটের বিকল্প নেই। তিনি আরও বলেন, চাঁদপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ নিজেদের কর্ম প্রচেষ্টায় বহুবছর যাবৎ জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ হিসেবে তার শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের রোভার স্কাউট লিডার সুমন মজুমদার।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম