চাঁদপুর: মেধাবী শিক্ষার্থীদের নিয়ে মাহে রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখা।
শনিবার (২২ মার্চ) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এই উন্মুক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মহররম আলী। তিনি তার বক্তব্যে রমজানের গুরুত্ব ও ছাত্রদের নৈতিক উন্নতির বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ সাবেক সভাপতি কাউসার আলম, জাকারিয়া মহিউদ্দিন, এডভোকেট কাদের খান, সাইফুল ইসলাম সবুজ খান, জুবায়ের হুসাইন। তারা রোজা ও আত্মশুদ্ধির তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এছাড়া আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলসহ অন্যান্য নেতারা। পাশাপাশি জুলাই আন্দোলনের ভ্রাতৃপ্রতীম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাসহ সরকারি কলেজের বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ সভাপতি ইমরান হোসাইন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নিজামুল হক।
দোয়া ও মোনাজাত শেষে সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
ফম/এমএমএ/