চাঁদপুর সরকারি কলেজে অনুসন্ধানী রক্তদান সংস্থার কমিটি গঠন

চাঁদপুর: স্বেচ্ছাসেবী সংগঠন অনুসন্ধানী রক্তদান সংস্থা বাংলাদেশ এর চাঁদপুর সরকারি কলেজ ইউনিট গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকাল ১১টায় চাঁদপুর কলেজ ক্যাম্পাসে সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদ উল্যাহ বাবরের সভাপতিত্বে ও বিদায়ী সভাপতি আবদুল্লাহ আল নোমান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শওকত ইকবাল ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর বাহার, সংস্থার উপদেষ্টা ও সহকারি অধ্যাপক সেলিনা পারভীন।
বিভিন্ন বিভাগের প্রতিনিধি এবং কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে আগামী ২ বছর মেয়াদী উক্ত কমিটির অনুমোদন দেন সংস্থার উপদেষ্টা চাঁসক প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম হোসেন। এতে সভাপতি হিসেবে মনোনিত হয় চাঁসক প্রাণিবিজ্ঞান বিভাগের সম্মান ৪র্থ বর্ষের ছাত্র মো: হান্নান খান শান্ত, সাধারন সম্পাদক হিসেবে মনোনিত হয় সমাজকর্ম বিভাগ সম্মান ৩য় বর্ষের ছাত্র খালিদ মজুমদার। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ফয়জুল মৃধা সাকিব (দর্শন বিভাগ), জান্নাতুল ফেরদৌস শোমা (ইংরেজি বিভাগ), পলি আক্তার (সমাজকর্ম বিভাগ), আশিকুর রহমান, ইমতিয়াজ আহম্মেদ (উদ্ভিদবিদ্যা বিভাগ), যুগ্ম সাধারন সম্পাদক শরীফ গাজী (বিএসএস), মাহমুদুল হাসান (উদ্ভিদবিদ্যা), আরিফ হোসেন ভূইয়া, মেহেদী হাসান অরিন (প্রাণিবিজ্ঞান), ঝুমুর আক্তার (হিসাববিজ্ঞান), রাফি ফরায়েজী, কাউছার হোসেন (উদ্ভিদবিদ্যা), ফাহিম রেজা।
উক্ত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহাদাৎ হোসেন ইমন (উদ্ভিদবিদ্যা), সহ-সাংগঠনিক সম্পাদক- কুসুম কলি (গনিত), দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান, উপ-দপ্তর সম্পাদক ফাতেমা আক্তার সেতু (সমাজকর্ম), তাসলিমা আক্তার, প্রচার সম্পাদক ওমর ফারুক রাফি (প্রাণিবিজ্ঞান), উপ-প্রচার সম্পাদক মোমেনা আক্তার (সমাজকর্ম), আহসান আরিফ নিলয় (ইংরেজি), ক্যাম্প ও ডোনার বিষয়ক সম্পাদক সালমা রহমান (প্রাণিবিজ্ঞান), সুজন গাজী, আবু সুফিয়ান খান, সাকির দেওয়ান, মহিলা বিষয়ক সম্পাদক তাসরিফ আক্তার, মিশু সানজিদা (সমাজকর্ম), পরিকল্পনা বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন নাফিস (হিসাববিজ্ঞান), নবনীতা রায় চৌধুরী, কার্যকরী সদস্য চাঁদনী, নুসরাত জাহান বুশরা, হাওয়া আক্তার, জান্নাতুল নাঈম, রিফাত আহম্মেদ, লুৎফর রহমান, সামিউল ইসলাম, কাউছার মজুমদার, আরাফাত রহমান সাব্বির, রিফাত আহম্মেদ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত অনুসন্ধানী রক্তদান সংস্থাটির আত্মপ্রকাশ ঘটে। সারা বাংলাদেশে সংগঠনটির ৫৭টি ইউনিটের কার্যক্রম চলমান রয়েছে। সংগঠনটির চেয়ারম্যান বিএম হারুনুর রশিদ ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন মু. শহীদুল্লাহ্ বাবর। আট হাজারের সদস্যের এ সংগঠনে তিন হাজার ৮৭৫ ব্যাগ রক্তদান করা হয়েছে।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম