চাঁদপুর সরকারি কলেজের ১৩ জন বিসিএস ক্যাডার কর্মকর্তার পদোন্নতি লাভ

চাঁদপুর: ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে ১৩ জন প্রভাষক পর্যায়ের বিসিএস (সাধারণ শিক্ষ) ক্যাডার কর্মকর্তা ৬ষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

বুধবার (২৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ অধিশাখার উপ-সচিব ড. মোঃ ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশ জারি করা হয়।

চাঁদপুর সরকারি কলেজের পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ হলেন ইংরেজি বিভাগের নিশাত আমিন, ইসলামী শিক্ষা বিভাগের মোঃ আল-আমিন, গণিত বিভাগের মোঃ শুকুর আলম মজুমদার, পদার্থবিদ্যা বিভাগের মোঃ জিশান আহামেদ সরকার, উদ্ভিদবিদ্যা বিভাগের মোঃ মহসীন আরাফাত, প্রাণিবিদ্যা বিভাগের সেলিনা পারভীন, ভূগোল বিভাগের রোকসানা আক্তার, সমাজকর্ম বিভাগের আলমগীর হোসাইন ও নাশিদ সিফাত, হিসাববিজ্ঞান বিভাগের মহসীন শরীফ ও শাহজালাল, রসায়ন বিভাগের মুহাম্মদ মোস্তাফিজুর রহমান খান এবং ব্যবস্থাপনা বিভাগের মোঃ বিল্লাল হোসেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় পদোন্নতি প্রাপ্ত শিক্ষক কর্মকর্তাবৃন্দ কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সাথে দেখা করতে এলে অধ্যক্ষ অসিত বরণ দাশ, তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রফেসর অসিত বরণ দাশ ১৩ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তা ৬ষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় শিক্ষামন্ত্রী এবং চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দীপু মনি এম.পি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ নিজেদের শ্রম ও মেধা দিয়ে চাঁদপুর সরকারি কলেজের চলমান শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকারসহ পদোন্নতি কার্যক্রমে যুক্ত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শেখ মোঃ খলিলুর রহমান, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান এ সময় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম