চাঁদপুর: দুইদিনের সফরে চাঁদপুরে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তিনি চাঁদপুর সার্কি হাউজে এসে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
পরে মন্ত্রীকে সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করেন জেলা পুলিশের একদল পুলিশ সদস্য। এ সময় পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ উপস্থিত ছিলেন।
মন্ত্রী সার্কিট হাউজে পৌঁছালে জেলা পুলিশের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মিলন মাহমুদ।
গার্ড অব অনার শেষে মন্ত্রী চাঁদপুরে কর্মরত জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তব্য দেন।
এরপর সফরসূচী অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড়ে ইব্রাহীমপুর ইউনিয়নের একাধিক উঠান বৈঠকে বক্তব্য রাখেন।
রাতে শহরের কদমতলা মন্ত্রীর বাসভবনে চাঁদপুর সদরের ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
ফম/এমএমএ/