চাঁদপুর সদর হাসপাতালের টয়লেটে চরম দুরবস্থা

চাঁদপুর: চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বেশিরভাগ টয়লেটে বদনী ও চিটকারি নেই। ফলে চরম ভোগান্তি পোহাতে হয় চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের।

মঙ্গলবার (৯ জুলাই) হাসপাতালের ওয়ানস্টফ রুম, জরুরি ও গাইনি বিভাগে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। এমনকি এর পাশেই যেখান থেকে রোগীদের টিকিট ও ওষুধ দেয়া হয় সেই রুমের টয়লেটের অবস্থা আরো নাজুক। দেখলে মনে হয় গত কয়েক বছরেও যেন এসব টয়লেট পরিস্কার করা হয়নি। আর এরকম পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নারীরা। কারণ অনেক টয়লেটেই ভিতর দিয়ে কোন চিটকারি নেই।

খোঁজ নিয়ে জানাগেছে, হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই হাসপাতালের এমন পরিস্থিতি। এসব কাজ করার জন্য গণপূর্ত বিভাগ থেকে ঠিকাদারকে দায়িত্ব দেয়া থাকে। কিন্তু ঠিকাদার এসব কাজ না করে হাসপাতালের অসাধু কর্মকর্তাদের সাথে মিল করে দু’পয়সা ভালো কামাই করে নেয়ার অভিযোগও আছে। আর এসবের ফলে বিপাকে পড়তে হয় চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের।

হাসাপাতালে চিকিৎসাধীন একাধিক রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করে বলেন, এখানে টয়লেটে বদনি নেই আবার কোন টয়লেটের ভিতরে চিটকারিও নেই। এমন একটা পরিস্থিতি আমরা চিকিৎসা নিতে এসে যেন বিপাকে পড়ে গেছি। টয়লেটে কি বদনি ছাড়া যাওয়া যায়। আবার কোন কোন টয়লেটে চিটকারিও নেই। কি যে একটা অবস্থা।

তবে এবিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান একেবারেই অবগত নন বলে জানান। তিনি বলেন, যদি কোন সমস্যা থাকে সেটি আমরা দেখবো।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম