চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে চাঁদপুর সদর স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আল ইমরান খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা ইউএনও শাখাওয়াত জামিল সৈকত।
তিনি বলেন, আজকের এই দিনটি আমাদের জন্য একান্ত আনন্দের দিন। বাংলাদেশকে এগিয়ে নিতে যে কয়টি সংগঠন রয়েছে তাদের মধ্যে স্কাউটস অন্যতম একটি প্রতিষ্ঠান। চাঁদপুর সদর স্কাউটস এর সাথে যুক্ত সকল কাউন্সিলর চাইলে এর কার্যক্রমকে বাড়িয়ে দেশের অন্যতম ইউনিট হিসেবে আমরা পৌছে যেতে পারবো।
তিনি আরো বলেন, আমরা আপনাদের সকলের সহযোগিতায় আজকের এই দিনে উপস্থিত হতে পেরেছি। সকলকে ধন্যবাদ এবং আপনাদের নবাগত কমিটির সকলকে অভিনন্দন। এছাড়াও যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সময় দেওয়ার পরেও স্কাউটসে আপনার মূল্যবান সময় দিয়ে উপজেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আমি আশাকরি স্কাউটস নিয়ে সরকার যখন যে কোনো পদক্ষেপ নিতে বলবে, আমি উপজেলা প্রশাসনের কাছ থেকে সর্বদা সহযোগিতা করবো।
ত্রিবার্ষিক কাউন্সিলে এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ স্কাউট এর সাবেক জাতীয় কমিশনার, শহিদ জাবেদ মুক্ত স্কাউট এর সভাপতি মাহমুদুল হক।
কাউন্সিলের শুরুতে ত্রৈ বার্ষিক প্রতিবেদন ও হিসাব উপস্থাপন করেন সদর স্কাউটস’র সম্পাদক এবং ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম।
ত্রৈ-বার্ষিক কাউন্সিল-২০২৫ এর ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচনের জন্য চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং
স্কাউটস এর সভাপতি শাখাওয়াত জামিল সৈকত উপস্থিত কাউন্সিলরদের মধ্যে থেকে সম্পাদকসহ ১৩ পদে প্রার্থী বা প্যানেল আহ্বান করেন। এ সময় কাউন্সিলর ও প্রার্থীরা লিখিতভাবে কোন পদে প্রার্থী হবেন তা নির্বাচন কমিশনারদের কাছে জমা দেন।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি)আল ইমরান খান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন- বাংলাদেশ স্কাউটস এর চাঁদপুর ও লক্ষীপুর জেলার সহকারী পরিচালক- পূরবী সরকার শম্পা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস।
চাঁদপুর সদর উপজেলা স্কাউটস এর ত্রৈ বার্ষিক কাউন্সিল অধিবেশন -২০২৫ এ প্রস্তাবিত কমিটির সম্পাদকসহ ১৩ পদে নির্বাচন হয়। নির্বাচিতরা হচ্ছেন (পদাধিকার বলে) সভাপতি চাঁদপুর সদর উপজেলা ইউএনও শাখাওয়াত জামিল সৈকত এবং সম্পাদক- ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধানীয়া।
সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার- মোঃ জিয়াউল হক মিলন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার- ভব রঞ্জন দাস, বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. কামরুল ইসলাম, পৌর শহিদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, বাগাদী সপ্রাবি প্রধান শিক্ষক মাহবুব আলম চৌধুরী।
যুগ্ম সম্পাদক-রামদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইদ্রিস আলী, কোষাধক্ষ্য উত্তর বালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম মুসলেহ উদ্দিন জিলানী, কমিশনার (সুপারিশকৃত) নির্বাচিত ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল।
ইউনিট সভাপতি প্রতিনিধি হিসেবে-৪ জন হচ্ছেন, ডাসাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, গুণরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল মামুন, গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ ও স্কাউটস সদস্য।
ফম/এমএমএ/