চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩২ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলের সময় আটকৃতদের দেখা যাচ্ছে।
চাঁদপুর:  চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চব্বিশ ঘন্টায় ওয়ারেন্টভুক্ত ২৭ জন ও মাদকের ৫ জনসহ ৩২ আসামীকে আটক করে আদালতে প্রেরণ করছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর)  চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদের নেতৃত্বে থানা পুলিশ বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এসময় মাদকের এবং বিভিন্ন মামলায় পলাতক আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
একদিনে এই থানার এটাই সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলের রেকর্ড বলে জানা যায়।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ বলেন, চাঁদপুর কে নিরাপদে রাখার জন্য আমাদের সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার এর কঠোর দিকনির্দেশনা ও পরামর্শে সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে। মাদক এবং কিশোর গ্যাং এই অপরাধ নিয়ন্ত্রণকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।কেউ অপরাধ করে পার পাবে না। আমরা একদিনে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল করেছি।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম