চাঁদপুর: চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১ টায় তিনি চাঁদপুর সদর মডেল থানায় প্রবেশ করলে অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া ফুলের শুভেচ্ছা জানান।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন পতাকা মঞ্চে গেলে তাকে গার্ড অব অনার ও সালাম জানান চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আকরাম হোসেনের নেতৃত্বে চাঁদপুর মডেল থানা পুলিশ সদস্যরা।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শন করে থানার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
এসময় তিনি পুলিশ সদস্যদের সেবার মান বৃদ্ধির জন্য অনুরোধ করেন। তিনি বলেন, পুলিশের কাজ কিছুটা ঝিমিয়ে পরেছে, সাধারন মানুষের আস্থা অর্জনে পুলিশের ভূমিকা অটুট রাখতে হবে। সাধারন মানুষ পুলিশের কাছে সহায়তা পেতে আসলে তাকে যেন যথাযথ সেবা ও সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত সহ চাঁদপুর মডেল থানার অফিসার ও পুলিশ সদস্যরা।
ফম/এমএমএ/