চাঁদপুর সদর উপজেলা বিআরডিবির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সহ-সভাপতি শরীফ উদ্দিন আহমেদ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সোমবার (২৪ মার্চ) দুপুর ১২ টায় হলরুমে অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সহসভাপতি, ৬সদস্য নির্বাচিত হন।

নিবাচিতরা হলেন- সভাপতি পদে উত্তর আশিকাটি কৃষক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. জসিম উদ্দিন খান বাবুল, সহ সভাপতি পদে চাঁদপুর স্ট্যান্ড রোড সমিতির সভাপতি শরীফ উদ্দিন আহমেদ, সদস্য (ব্লক-১) পদে দক্ষিণ দাসাদী কৃষক সমবায় সমিতির সহ-সভাপতি মো. কাশেম তালুকদার, সদস্য (ব্লক-২) বিমলের গাঁও কৃষক সমবায় সমিতির প্রতিনিধি মো. কবির হোসেন, বাগাদী নানুপুর কৃষক সমবায় সমিতির সদস্য (ব্লক-৩) মোহাম্মদ জাকির হোসেন খান, মধ্য মদনা কৃষক সমবায় সমিতির সদস্য (ব্লক-৮) আব্দুল মালেক গাজী, মধ্য বালিয়া বিত্তহীন সমবায় সমিতির সদস্য (ব্লক-৫) আসিফ ইকবাল (টিপু), উত্তর রঘুনাথপুর মহিলা সমবায় সমিতির সদস্য (ব্লক-৬) ফাতেমা কামাল (মুক্তা)।

আনুষ্ঠানিক নব নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন কমিটির সভাপতি জেলা সমবায় কার্যালয়ের উপ সহকারী নিবন্ধক মোহাম্মদ বিল্লাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সদস্য জেলা সমবায়ের পরিদর্শক মো. নেছার আহম্মেদ, চাঁদপুর সদর উপজেলা সমবায় অফিসার নাজমুন্নাহার।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সাবেক ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান মুরাদ খান। স্বাগত বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (আরডিও) কাজী শফিকুর রহমান। ফলাফল ঘোষণার পর নব নির্বাচিত সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ও সহ-সভাপতি শরীফ উদ্দিন আহমেদ বক্তব্য দেন।

জানাগেছে, এর আগে ব্যবস্থাপনার কমিটি নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি এবং ৬ সদস্য পদে ৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রত্যেক পদে একজন করে প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এতে নির্বাচনের বিধি মোতাবেক কোন প্রতিদ্ব›িদ্ধ প্রার্থী ছিলেন না।

যার ফলে নির্বাচন কমিটির সভাপতি জেলা সমবায় কার্যালয়ের উপ সহকারী নিবন্ধক মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাচন কমিটির সদস্য জেলা সমবায়ের পরিদর্শক মোঃ নেছার আহম্মেদ ও চাঁদপুর সদর উপজেলা সমবায় অফিসার নাজমুন্নাহার নির্ধারিত তারিখ ২৪ মার্চ পর্যন্ত অপেক্ষা করে সর্বশেষ কমিটির নাম ঘোষণা করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম