চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুক্তিযুদ্ধাদের মতবিনিময়

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের সাথে চাঁদপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় চাঁদপুর সদর উপজেলা নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত বীর মুক্তিযুদ্ধাদের স্বাগত জানিয়ে বিরল সম্মান জানান।

ইউএনও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিুবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধাগন স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেন। মুক্তিযোদ্ধারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের সম্মান করাই আমাদের দায়িত্ব। আমি আমার অফিসে মুক্তিযুদ্ধাদের জন্য আলাদা চেয়ার রেখেছি। তারা সব সময় সে চেয়ারে এসে বসবে। অন্য কেউ সে চেয়ারে বসতে পারবেনা। মুক্তিযুদ্ধাসহ সকলে যে কোন অনিয়মের বিষয়ে যোগাযোগ করলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে। আমি সব সময় আমার বেগ গুছিয়ে রাখি, যতদিন চাঁদপুরে নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থাকবো, ততদিন সকল অনিয়েমের বিরুদ্ধে কাজ করবো।

এ সময় চাঁদপুর সদর উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক দুই বারের নির্বাচিত কমান্ডার আলহাজ্ব মোঃ আবুল কালাম চিশতী, মুক্তিযুদ্ধা ফজলুল হক, আব্দুল হামিদ আখন্দ, শহীদ মোল্লা, নজরুল ইসলাম, মালেক পাটোয়োরী, নজরুল ইসলাম, বিল্লাল মাস্টার, বাসুদেব বর্ধন, জাকির সর্দার মুসলিম খান, মনোরঞ্জন ঘোষ, আবুল কাশেম দুলু মোল্লা, শংকর সাহা সিদ্দিক পাটোয়ারীসহ সদর উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম