চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ব‌র্ধিত সভা

চাঁদপুর:  চাঁদপুর সদর উপ‌জেলা আওয়ামী লীগের ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত হয়েছে।
শ‌নিবার (২৯ জানুয়ারি) বিকেলে শহরের নতুন বাজারস্থ শিক্ষা মন্ত্রীর বাসভাবনে অনু‌ষ্ঠিত সভায় সভাপ‌তিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপ‌তি নুরুল ইসলাম না‌জিম দেওয়ান।
সভায় সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজীর প‌রিচ‌লনায় সহ সভাপ‌তি স‌হিদ উল্লা খান, মাসুদুর রহমান নান্টু, মাহবুবুর রহমান পাটওয়ারী, আব্দুল আ‌জিজ খান দুদু, যুগ্ম সম্পাদক রহুল আ‌মিন হাওলাদার, সাংগঠ‌নিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জা‌কির হোসেন জয়নালসহ সদর থানার নেতৃত্বে এবং প্রত্যেক ইউ‌নিয়‌ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্প‌াদকগণ উপ‌স্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর ৩ আসনের সংসদ সদস‌্য ও ‌শিক্ষামন্ত্রী ডা. দীপু ম‌নির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ‌্যাচারের প্রতিবাদে আগামী ২ ফেব্রুয়া‌রি বুধবার থানা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম