চাঁদপুর: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) চাঁদপুর সদরসহ ৩ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী মাঠ ক্রমেই উত্যাপ্ত হয়ে উঠেছে। চাঁদপুর সদরের পাঁচ প্রার্থীই ক্ষমতসীন দল আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা। তবে সর্বশেষ প্রচারণার দিন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ভুঁইয়া কালু সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
ভোটার ও সাধারণ লোকজনের অভিমত, এই উপজেলায় মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সদর উপজেলা যুবলীগের আহবায়ক, সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবি মো. হুমায়ুন কবির সুমন এর (ঘোড়া) প্রতীক ও চাঁদপুর জেলা আওয়ামীগের সদস্য ও সাবেক যুবনেতা মো.আইয়ুব আলী বেপারীর (দোয়াত কলম) প্রতীক এর মধ্যে।
এদিকে, প্রথম ধাপে চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি এই ৩ উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, বাছাই, প্রত্যাহার, প্রতিক বরাদ্দ, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত অবহিতকরণ সভা ও ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর সদরে ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা রয়েছে। এর মধ্যে ভোট কেন্দ্র রয়েছে ১৩৪ টি, স্থায়ী ৯৫১টি ও অস্থায়ী ৫৬ টিসহ মোট ভোট কক্ষ রয়েছে ১ হাজার ৭টি। মোট ভোটার ৪ লাখ ১৭ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৬ হাজার ৮০৩ জন ও মহিলা ২ লাখ ৩০৭ জন ও হিজড়া ভোটার ১ জন রয়েছে।
চাঁদপুর সদর উপজেলায় ৫ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা ১৪ ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ডে তাদের প্রচার-প্রচারণা চালিয়েছেন। তবে সকল প্রার্থীর সমর্থকদের মধ্যে কিছ ুবিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এখন দেখার অপেক্ষায় কারা হচ্ছেন জনপ্রতিনিধি!
চাঁদপুর সদরে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন ৫ জন। মো. আইয়ুব আলী (দোয়াত কলম), মো. হুমায়ুন কবির (ঘোড়া), রাকিব মাঝি (আনারস), মিজানুর রহমান-ভুইয়া-কালু (মটর সাইকেল) ও মোহাম্মদ নুরুল ইসলাম-নাজিম দেওয়ান (কাপ-পিরিচ)।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন ৩ জন। আবুল বারাকাত মো. রেজওয়ান (চশমা), মো. নুরুল হায়দার (টিউবওয়েল) ও মো. হারুনুর রশিদ হাওলাদার (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন দুই জন। রেবেকা সুলতানা-মুন্না (পদ্ম ফুল) ও শিপ্রা দাস (ফুটবল)।
চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জামশেদুল ইসলাম বলেন, এবছরই প্রথম অনলাইনের মাধ্যমে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আর ইভিএমএর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
ফম/এমএমএ/