
আগামী ৬ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য।
তৃনমূলের নেতাকর্মী ও সমর্থকের মতামতের ভিত্তিতে তিনি সভাপতি প্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের কাছে বিষয়টি জানান দিয়েছেন। প্রচার প্রচারনা অব্যাহত রেখেছেন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে যাচ্ছেন, দোয়া চাওয়া অব্যাহত রেখেছেন।
বেলায়েত হোসেন গাজী বিল্লাল তার দীর্ঘ বর্ণাঢ্য রাজনীতিক জীবনে কখনোই দল থেকে বিচ্যুতি হননি। দলের বাহিরে গিয়ে কাজ করেননি। জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশ থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। দলের বিগত দিনে দুঃসময় রাজপথে থেকে সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর একজন আদর্শ কর্মী হিসেবে সভাপতি হিসেবে নেতবৃন্দ তাকে মূল্যায়ন করবে বলে তিনি প্রত্যাশা করছেন।
বেলায়েত হোসেন গাজী বিল্লাল তার রাজনৈতিক জীবনে বিগত জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করে বিজয়ী হওয়া পর্যন্ত মাঠে ছিলেন এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে বিগত কয়েকবার সততা ও নিষ্ঠার সাথে সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
মো. বেলায়েত হোসেন বলেন, দীর্ঘদিন রাজনীতি করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি রাখাল রাজা, বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুতি হইনি। দলের প্রয়োজনে সবসময় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। নেতৃত্ব দিয়েছি, ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। আশা করি আমার দীর্ঘ রাজনৈতিক জীবন বিচার-বিশ্লেষণ করে নেতৃবৃন্দ আমাকে মূল্যায়ন করবেন।
তিনি বলেন, আমি সভাপতি নির্বাচিত হলে তৃনমূল আওয়ামী লীগকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য নিরলস ভাবে কাজ করব এবং বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।
ফম/এমএমএ/