চাঁদপুর: চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ শিপন ও রবিউল নামে দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিকেলে তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, আজ বিকাল ১৩.১৫ ঘটিকার সময় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের দিক নির্দেশনায় এসআই মোঃ আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এ সময় চাঁদপুর সদর উপজেলার মিয়ার বাজার (কুমারডুগি) সাকিনস্থ বিসমিল্লাহ ফানিচার মাট নামক দোকানের উত্তর পাশে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী আসামী মোঃ শিপন মিয়া(২৪), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-সামছুন নাহার বেগম এবং রবিউল হোসেন ওরফে সবুজ (২২), পিতা-আমান মিয়া, মাতা-হাফেজা বেগম, উভয় সাং-জগুপুর দক্ষিণ পাড়া, ৬নং র্পূব জোড়কানন ইউ/পি, ২নং ওয়ার্ড, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লাদেরকে ০৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
ফম/এমএমএ/