চাঁদপুর সদরে ১০ জন পেয়েছেন দলীয় প্রতিক নৌকা

চাঁদপুর সদরে ১০ জন পেয়েছেন দলীয় প্রতিক নৌকা।

চাঁদপুর: আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দাফে চাঁদপুর সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতিক পেয়েছেন ১০জন।

মঙ্গলবার (১২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান প্রার্থীদের এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

এর মাধ্যমে চট্টগ্রাম বিভাগের ইউপির প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ বৈঠক মঙ্গলবার শেষ হয়।
চাঁদপুর সদরে দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতিক পেয়েছেন ১নং বিষ্ণপুর ইউনিয়নে মো. নাছির উদ্দিন খান, ২নং আশিকাটি ইউনিয়নে মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মো. মাসুদুর রহমান নান্টু, ৫নং রামপুর ইউনিয়নে মো. আল মামুন পাটওয়ারী, ৬নং মৈশাদী ইউনিয়নে মো. নুরুল ইসলাম, ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে ইমাম হাসান, ৮নং বাগাদী ইউনিয়নে মো. বেলায়েত হোসেন, ৯নং বালিয়া ইউনিয়নে মো. রফিকুল্যা পাটওয়ারী, ১২নং চান্দ্রা ইউনিয়নে খান জাহান আলী কালু পাটওয়ারী ও ১৩নং হানারচর ইউনিয়নে মো. মুকবুল হোসেন মিয়াজী।

এদের মধ্যে ৭জনই বর্তমান চেয়ারম্যান। শুধুমাত্র শাহমাহমুদপুর, বালিয়া ও হানারচর ইউনিয়নে নতুন প্রার্থী মনোনীত হয়েছেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম