চাঁদপুর সদরে রাকিব, মনির ও শান্ত নামে ৩ মাদকব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ১১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব বন্দোকশী (২২), মনির পাটওয়ারী (৪৫) ও মামুন হোসেন শান্ত (২৫) নামে ৩ মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত ২০.৩৫ ঘটিকার সময় সদর মডেল থানাধীন নতুন বাজার পুলিশ ফাঁড়ীতে কর্মরত এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ যৌথ অভিযান পরিচালনা করিয়া চাঁদপুর সদর মডেল থান্ধাীন উত্তর শ্রীরামদী এলাকার খ্রিষ্টান কবরস্থানের দক্ষিন পাশে জনৈক নুরুল ইসলাম এর মুদি দোকানের সামনে পাক রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ রাকিব বন্দোকশীকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। পরে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

একইদিন রাত ২১.২০ ঘটিকার সময় চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত এসআই ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ যৌথ অভিযান পরিচালনা করিয়া চাঁদপুর সদর মডেল থানাধীন ১২নং চান্দ্রা ইউপিস্থ চান্দ্রা বাজারে মিলন পাটওয়ারী চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মনির পাটওয়ারীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

অপরদিকে রাত ২৩.৩০ ঘটিকার সময় চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত এসআই শাহজাহান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ যৌথ অভিযান পরিচালনা করিয়া চাঁদপুর সদর মডেল থানাধীন ষ্টেডিয়াম রোড আবুলের দোকান এর সামনের গলিতে পাকা রাস্তার উপরে হইতে মাদক ব্যবসায়ী মামুন হোসেন শান্তকে ৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম