চাঁদপুর সদরে বিনা প্রতিদ্বন্ধিতায় ২ চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন

চাঁদপুর: আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত চাঁদপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন নির্বাচিত হয়েছেন।
তারা হলেন- ৫নং রামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আল মামুন পাটওয়ারী এবং ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার দশ ইউনিয়নে এবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ১০ জন, ইসলামী আন্দোলনের ১০ জন ও স্বতন্ত্র থেকে ৩০ জনসহ সর্বমোট ৫০ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে রামপুর ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনীত আল মামুন পাটওয়ারী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, উপজেলা যুবলীগের সদস্য ইকবাল হোসেন পলাশ, আ’লীগ নেতা দিদার হোসেন ও ইসলামী আন্দোলনের আলতাফ হোসেনসহ পাঁচ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এই পাঁচ জনের মধ্যে চারজনই একেক করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় সেখানে মোঃ আল মামুন পাটওয়ারী বিনা প্রতিদন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। তিনি গত ২০১৬ সালের ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকে নির্বাচন করে বিপুল ভোটে জয় লাভ করেন।
এছাড়াও উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইমাম হাসান রাসেল গাজী, স্বতন্ত্র থেকে বিএনপি সমর্থিত মোঃ আলম খান মঞ্জু ও ইসলামী আন্দোলনের মোঃ মারুফ হোসেনসহ তিনজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই তিন জনের মধ্যে দুই জনই তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় সেখানে ইমাম হাসান রাসেল গাজী বিনা প্রতিদন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। তিনি গত ২০১৬ সালের ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকে নির্বাচন করে বিপুল ভোটে জয় লাভ করেন।
উল্লেখিত দুই ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী না থাকায় ১১ নভেম্বর নির্বাচনে শুধুমাত্র সাধারণ ইউপি ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ভোটগ্রহন হবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম