চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন সাখাওয়াত জামিল সৈকত।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে তিনি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন।
চাঁদপুরে যোগদানের আগে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন।
বিদায়ী ইউএনও সানজিদা শাহনাজ সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বদলি হয়েছেন।
বৃহস্পতিবার নবাগত ইউএনও’র উপস্থিতিতে সানজিদা শাহনাজকে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত বলেন, জাতির পিতার আদর্শ ও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় কাজ করব এবং সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। প্রসঙ্গত, নবাগত উপজেলা নির্বাহী অফিসারের বাড়ি বরিশাল জেলায়।
ফম/এমএমএ/