চাঁদপুর: সরকারিভাবে চাঁদপুর সদর উপজেলায় ধান বিক্রয় করতে আগ্রহী কৃষকদের এ্যাপসের মাধ্যমে নিবন্ধনের শেষ তারিখ আগামী জুন মাসের ১৬ তারিখ। যারা ২০২২ সালে নিবন্ধন করেছেন তাদের আর নিবন্ধন করতে হবে না। তারা শুধুমাত্র আবেদন করবেন। আর যারা নতুন তাদের নিবন্ধন ও আবেদন দুটোই করতে হবে বলে সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তা জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানাগেছে, গত ৭ মে সারাদেশে সরকারিভাবে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আর ধান সংগ্রহ শুরু হয়েছে যেসব উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় পদ্ধতি আছে। আর নিবন্ধনগুলো পক্রিয়ার মাধ্যমে হচ্ছে। চাঁদপুর জেলার ৮ উপজেলার মধ্যে হাইমচর, হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলায় সরাসরি কৃষক এসে ধান বিক্রয় শুরু করেছেন। আর বাকীগুলো এ্যাপস এ নিবন্ধন ও আবেদন শেষে লটারীর মাধ্যমে ধান বিক্রি পক্রিয়া আসবেন।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শংকর চন্দ্র অধিকারী জানান, চাঁদপুর সদরে এ্যাপসের মাধ্যমে নিবন্ধনের শেষ তারিখ ১৬জুন। ১৮ জুন চাঁদপুর সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লটারী করবেন। এরপর লটারীতে যেসব কৃষকদের নাম আসবে তারা ধান বিক্রয় করতে পারবেন। চাঁদপুর সদরে ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা হচ্ছে ২৯৪ মেট্টিক টন। প্রতি কৃষক ধান বিক্রয় করতে পারবেন ৩ মেট্টিক টন। সে হিসেবে চাঁদপুর সদরে প্রয়োজন হবে ৯৮জন কৃষক। এ বছর সরকারিভাবে প্রতিমণ ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২শ’ টাকা।
ফম/এমএমএ/