চাঁদপুর সদরে তিনটি বাল্কহেডসহ আটক ৯

চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান ঘাট এরাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩ টি বাল্কহেডসহ ৯ দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৫ টা হতে রাত সাড়ে ৮টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক সদরের চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে তিনটি বাল্কহেডসহ ৯ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর নৌ থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।

এর আগে রোববার (২৯ ডিসেম্বর) পৃথক আরেক অভিযানে মতলব উত্তর উপজেলার বেলতলি বাজার সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে কোস্টগার্ট অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার একটি বাল্কহেডসহ ১৩জনকে আটক করেছে কোস্টগার্ড।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম