চাঁদপুর: কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সদর উপজেলার আদমখান সড়কের ৩০ মিটার দৈর্ঘ্য পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলার কালিভাংতি এলাকায় এই ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।
পরে তিনি ভিত্তিপ্রস্তরের ফলন করে নির্মানাধীন কাজের স্থান পরিদর্শন করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, গার্ডার ব্রিজ প্রকল্পের প্রাক্কলিত মূল্য নির্ধারণ করা হয় ৩ কোটি ১৬ লাখ ৮৪ হাজার ৮শ’ ৬২ টাকা। ২০২৫ সালের মে মাসের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
ফম/এমএমএ/