চাঁদপুর সদরে আটক ৭ জেলের জেল-জরিমানা

চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর সদর এলাকায় মেঘনা নদীতে উপজেলা টাস্কফোর্সের অভিযানে আটক ৭ জেলের মধ্যে ৩ জনকে একমাস করে কারাদন্ড এবং ৪ জনকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম।

অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জানান, আজ ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান করা হয়। এ সময় ৫ হাজার মিটার কারেন্টজাল, ২ টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। মাছ ধরার সময় হাতে নাতে আটক করা হয় ৭জন জেলেকে। এর মধ্যে ৩জনকে একমাস করে কারাদন্ড এবং বাকী ৪জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সাথে তাদের কাছ থেকে মুচলেকা রাখা হয়। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য বিভাগ, বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌপুলিশের টিম সার্বিক সহযোগিতা করে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম