
চাঁদপুর: চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে জাহিদ শিকদার (২২), সাইফুল ইসলাম লিজন তালুকদার (২০), আব্দুর রহমান শেখ (৫০), আব্দুর রহিম (২৫) ও নয়ন বর্মন (২২) নামে ৫ মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ও শনিবার (২৫ সেপ্টেম্বর) দুইদিন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে।
চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, ২৪ সেপ্টেম্বর ২৩.৩০ ঘটিকার সময় চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত এসআই ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর পৌরসভাস্থ ১২নং ওয়ার্ড এর বঙ্গবন্ধু সড়কের বঙ্গবন্ধু সড়কে মোল্লা বাড়ীর সামনে হাজী গো মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী জাহিদ শিকদার, পিতা- আইয়ুব আলী শিকদার, মাতা- হোসনেআরা বেগম স্থায়ী : গ্রাম- নাজির পাড়া, উপজেলা/থানা- চাঁদপুর সদর, জেলা -চাঁদপুর, বাংলাদেশ এবং সাইফুল ইসলাম লিজন তালুকদার, পিতা- শাহ আলম তালুকদার স্থায়ী : গ্রাম- ইচলী (তালুকদার বাড়ী), উপজেলা/থানা- চাঁদপুর সদর, জেলা -চাঁদপুরদ্বয়কে ১১২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তাদেরকে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১.৪৫ ঘটিকা সময় চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত এসআই ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ যৌথ অভিযান পরিচালনা করিয়া চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ঢালীর ঘাট ৩ রাস্তার মোড় শহিদুল ইসলামের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী আব্দুর রহমান শেখ, পিতা- মৃত আব্দুল হালিম শেখ স্থায়ী : (সাং- পম্চিম বাগাদী, শেখ বাড়ী), উপজেলা/থানা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুরকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া আদালতে সোপর্দ করা হয়।
এদিকে, ২৪ সেপ্টেম্বর রাত ২২.২০ ঘটিকার সময় সদর মডেল থানাধীন পুরান বাজার পুলিশ ফাড়িতে কর্মরত এসআই লিলুছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ যৌথ অভিযান পরিচালনা করে পুরান বাজার পশ্চিম জাফরাবাদ এলাকার পালপাড়া মোড় সিরাজ খাঁ বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী আব্দুর রহিম, পিতা- কাশেম গাজী, মাতা- রহিমা বেগম স্থায়ী : গ্রাম- পশ্চিম শ্রীরামদী (ছিদ্দিক ঢালীর বাড়ীর পাশে, পুরান বাজার) , উপজেলা/থানা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর এবং নয়ন বর্মন, পিতা- হরিচন্দ্র বর্মন, মাতা- কাঞ্চন রানী স্থায়ী : গ্রাম- সাত ভাইয়াপাড়া (হোসেন মেম্বারের বাড়ীর পাশে, ০১নং ইউপি, বৈদ্যর বাজার), উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা -নারায়ণগঞ্জ, বর্তমান ঠিকানা: গ্রাম-পশ্চিম শ্রীরামদী (মোঃ খোরশেদ মাঝির ভাড়াটিয়া) , উপজেলা/থানা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুরদ্বয়কে ১৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদেরকে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া আদালতে সোপর্দ করা হয়।
ফম/এমএমএ/