চাঁদপুর সদরের মহামায়া বাজারের ৩ ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

সোমবার (৩ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনজনিত অপরাধে বাজারের তিন প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, সয়াবিন তেলের কৃত্রিম সংকট ও খোলা তেল বোতলজাত করে বিক্রির অপরাধে মহামায়া বাজারের রুবেল পাটওয়ারী স্টোরকে ১০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় কাঁচা তরকারির দোকান জসিমকে ৫ হাজার টাকা ও উত্তম এর ফলের দোকানকে ৭ হাজার টাকা সহ সর্বমোট ৩ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খাঁন।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল ও নাঈমা আফরোজ উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে মহামায়া বাজারের মুদি দোকান, সবজির দোকান সহ বিভিন্ন দোকানের ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁন বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। সেই সাথে যেসব প্রতিষ্ঠান আইন মেনে ব্যবসা করছে মূল্য তালিকা প্রদর্শন করছে তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে এবং আইন মেনে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার জন্য উৎসাহিত করা হয়েছে। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে পুরো রমজান মাস জুড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম