চাঁদপুর সদরের ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

চাঁদপুর: দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (১১ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার আশিকাটি, রামপুর, শাহমাহমুদপুর, মৈশাদী, বিষ্ণুপুর, তরপুরচন্ডী, বাগাদি, বালিয়া ও চান্দ্রা ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) উপজেলার ৯ ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন এর লক্ষ্যে কেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাসির উদ্দিন সারোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ কেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং ভোটারদের সাথে কথা বলেন। ভোট দিতে কোন সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে ভোটারগন জেলা প্রশাসকের নিকট ভোটের পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

এদিকে, চাঁদপুর জেলা নির্বাচন অফিসের একটি টিম বিভিন্ন ইউনিয়নের কেন্দ্র গিয়ে ভোটগ্রহন কার্যক্রম পরিদর্শন করেছেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম