চাঁদপুর সদরের তালিকাভুক্ত মাদক কারবারি মামুন গ্রেপ্তার

চাঁদপুর :  চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক কারবারি মো. মামুন (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দিনগত রাতে সদর উপজেলার রঙ্গেরগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্প হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর উপজেলার রঙ্গেরগাঁও এলাকা হতে মাদক কারবারি মামুনকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তার ব্যাক্তির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার ব্যাক্তিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম