চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ৪ মেম্বার গ্রেফতার

চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত ৪ মেম্বার কে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে গ্রেফতার করার পর বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।

গ্রেফতারকৃতরা হলেনঃ চান্দ্রা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী মিজানুর রহমান (৫০), ৭নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী আবুল কালাম পাটওয়ারী (৫৯), ১নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ খাজা আহাম্মদ পাটওয়ারী (৬৫) ও ২নং ওয়ার্ড মেম্বার ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী আলী আহম্মদ (৬৫)।

জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর দিক নির্দেশনায়, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া এর তত্ত্বাবধানে এসআই মোঃ মকবুল হোসেন, এএসআই প্রানকৃষ্ণ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় নাশকতার বিভিন্ন মামলার আসামী ৪ মেম্বারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, বিকেলে গ্রেফতারকৃত ৪ মেম্বারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম