চাঁদপুর সদরের চান্দ্রার মাদকব্যবসায়ী জহির ও শাহাদাত গ্রেফতার (ভিডিওসহ)


চাঁদপুর: চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র নিয়মিত মাদক বিরোধী অভিযানে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জহির মিজি (৩৪) ও মো. শাহাদাত গাজী (২৬) কে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদেরকে চান্দ্রা চৌরাস্তা সংলগ্ন জনৈক বিল্লাল খাঁ এর হ্যাচারীর পূর্ব পার্শ্বে মেশিন ঘরের পাশ হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী জহির মিজি চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া মিজি বাড়ীর মুক্তার আহাম্মদ মিজির ছেলে এবং শাহাদাত একই এলাকার গাজী বাড়ীর মনু মিয়া গাজীর ছেলে।

চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে জানানো হয়, বুধবার ১৯.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুছ ছালাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

এ সময় সদর মডেল থানাধীন চান্দ্রা চৌরাস্তা সংলগ্ন জনৈক বিল্লাল খাঁ এর হ্যাচারীর পূর্ব পার্শ্বে মেশিন ঘরের পাশ হতে মাদক ব্যবসায়ী মোঃ শাহাদাত গাজী ও মোঃ জহির মিজিকে ৫শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এর আগে ২০২০ সালের ৫ ডিসেম্বের ৪২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকব্যবসায়ী জহির মিজিকে গ্রেফতার করে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম