চাঁদপুর শহের স্ত্রীর হত্যায় অভিযুক্ত স্বামী সেলিম গ্রেপ্তার

চাঁদপুর: পরকীয়া প্রেমের ঘটনা জেনে যাওয়ার কারণে স্বামীর হাতে হত্যার শিকার হয়েছেন দুই সন্তানের জননী তাসলিমা বেগম। এই ঘটনায় আদালতে মামলা হওয়ার পর অবশেষে অভিযুক্ত মূল হোতা পাল বাজারে ব্যবসায়ী মো. সরোয়ার হোসেন সেলিমকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্ত্রী হত্যা মামলার আসামি স্বামী সেলিমকে আদালতে পাঠায় পুলিশ। আর ঘটনায় জড়িত পরকীয়া প্রেমিকা বাবুরহাট রয়েল তাইবা ট্রাবলস গ্রুপের অ্যাকাউন্ট অফিসার সালমা মিয়াজি মায়া এখনো পালিয়ে রয়েছে।

গত ৮ জুলাই বুধবার রাত দেড়টায় চাঁদপুর শহরের জে.এম. সেনগুপ্ত রোড সাবেক মন্ত্রী দীপু মনির বাসার চতুর্থ তলায় ভাড়াটিয়া বাসায় পাল বাজারের ব্যবসায়ী সেলিম তার স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার অভিযোগ উঠে।

সেই ঘটনায় নিহতর তাসলিমার পরিবার মামলা দেওয়ার চেষ্টা করেও তৎকালীন দেশের পরিস্থিতির কারণে ব্যর্থ হয়। পরবর্তীতে তার বাবা মোঃ ইদ্রিস মিয়া বাদী হয়ে আদালতে সরোয়ার হোসেন সেলিম ও তার পরকীয়া প্রেমিকা সালমা মিয়াজি মায়াকে আসামি করে মামলা করেন। অবশেষে পুলিশ ওই মামলার প্রধান আসামি সেলিমকে আটক করতে সক্ষম হয়।

মামলার বাদী ইদ্রিস মিয়া জানান, কচুয়া থানার প্রসন্নকাপ এলাকার কলিম উদ্দিনের ছেলে সরোয়ার হোসেন সেলিমের সাথে ১১ বছর পূর্বে পারিবারিকভাবে তাসলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে সেলিম বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। কিছুদিন পূর্বে শহরের মিতালী নামের একটি মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করলে সেই মেয়ের পেটে অবৈধ সন্তান জন্ম হয়। সেই ঘটনায় সেলিমের বিরুদ্ধে মামলা হলে ২৭ দিন জেল খেটে বেরিয়ে আসে।

পরবর্তীতে সেলিম রয়েল তাইবা গ্রুপের অ্যাকাউন্ট অফিসার সালমা মিয়াজি মায়ার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই ঘটনা প্রতিবাদ করলে ঘটনার দিন রাতে সেলিম তার স্ত্রী সালমা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তারা চেষ্টা করে এবং মামলা না দেওয়ার জন্য ভয়-ভীতি প্রদর্শন করে।

এই ঘটনায় সেলিম ও তার পরকীয়া প্রেমিক মায়ার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান নিহতে তাসলিমার স্বজনরা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম