চাঁদপুর: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে শহরে বসবাসরত রুকন (সদস্য) দের নিয়ে শনিবার (৫ মার্চ) চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে দিনব্যাপী পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়।
শেষ বিকেলে রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত মিলন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
চাঁদপুর শহর জামায়াত আমির অ্যাড. মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারী শেখ মোঃ বেলায়েত হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মাসুদুর রহমান বুলবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ ওসমানী, সিলেট ওসমানি মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি চাঁদপুরের কৃতি সন্তান ডা. মোঃ গালিব ও চাঁদপুর শহর ছাত্রশিবিরি সভাপতি মোঃ মহরম আলী প্রমূখ।
এসময় প্রধান অতিথি বলেন, ‘ অনেক রক্তের বিনিময়ে দেশ সৈরাচার মুক্ত হলো। কিন্তু জুলাই বিপ্লবে শহীদ পরিবারে আজ কোন ঈদের আনন্দ নেই। ঐসব পরিবারের মধ্যে আজ কান্না আর আহাজারী ছাড়া আর কিছুই নেই। ঐসব পরিবারকে রেখে আমরা কিভাবে ঈদের আনন্দ করি। আজ আমরা মুক্ত আকাশের নিচে ঈদের আনন্দ উপভোগ করছি জুলাই বিল্পবে শহীদেরা রক্ত দিয়েছে বলেই। আমরা ঐসব শহীদদের জন্য মহান আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা প্রার্থনা করছি এবং তাদের পরিবার যেন ধর্য্য ধারণ করতে পারে সেই তাওফিক তাদেরকে যেন মহান আল্লাহ তাদেরকে দান করেন সেই দোয়া করছি।’
দিনব্যাপী পারিবারিক মিলন মেলা সকাল ৮ টায় চাঁদপুর বড়ো স্টেশন তিন নদীর মোহনা পর্যটন এলাকা থেকে শুরু হয়। সবাই ট্রলারযোগে রাজরাজেশ্বর নদী তীরবর্তী এলাকায় পৌঁছালে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা তাদেরকে স্বাগত জানান।
এরপর সেখানে সবাই বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রতিযোগীতায় অংশ নেন। অনুষ্ঠানে বিজয়ীরা অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। বিকাল ৫ টায় অনুষ্ঠান সম্পন্ন হলে পুনরায় ট্রলারযোগে চাঁদপুর বড়ো স্টেশন এলাকায় এসে উক্ত ভ্রমনের সমাপ্তি ঘোষণা করেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড. মোঃ শাহজাহান খান।
ফম/এমএমএ/