চাঁদপুর শহর জামায়াতের ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ

চাঁদপুর: চাঁদপুর শহর জামায়াত ইসলামীর উদ্যোগে ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও তাদের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে শহরের রেলওয়ে বাইতুল আমিন মসজিদ চত্বরে বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে বক্তারা ইসরাইলের সকল পণ্য বর্জনের ডাক দেন জামায়াত ইসলামীর নেতারা।

শহর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন ইসরাইলি ইহুদিবাদী জনতা বাহিনী নিরীহ মুসলিম ফিলিস্তিনের উপর যেভাবে বর্বরোচিত হামলা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।

সারা বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি ইহুদিবাদী রক্ত পিপাসুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে সারাদেশে ব্যবসায়ীদের প্রতি ইজরাইলি পণ্য বয়কট করার আহ্বান জানান।
তিনি আরো বলেন আমরা মুসলমান হিসেবে ঈমানী দায়িত্ব নিয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সব সময় আমাদের ভূমিকা সব ধরনের অব্যাহত থাকবে।

শহর জামাতে সেক্রেটারী শেখ মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম প্রধানিয়া, শহর ছাত্রশিবিরের সভাপতি মহররম আলী, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন, সদর উপজেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হোসাইন খান, শহর জামায়াতের সহ সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম সবুজ খান প্রমুখ।

সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বাইতুল আমিন মসজিদ চত্বর থেকে শুরু করে নতুন বাজার গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়। জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে তাদের দলীয় নেতা কর্মীসহ সকল তৌহিদি জনতা অংশগ্রহণ করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম