চাঁদপুর: চাঁদপুর শহরের প্রানকেন্দ্রে যখন সবাই থাটি ফাষ্টনাইটের (২০২২সালের শুভ লগ্নে) অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় চুরি ও ছিনতাই করার সময় চাঁদপুর শহরের কমিউনিটি পুলিশ অঞ্চল-৪,এর টহল সদস্যরা অভিযান চালিয়ে ৯ কিশোর চোর ও ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) বিকেলে পুলিশ আটকদের আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া নির্দেশ দিয়েছেন।
আটককৃতরা হচ্ছে:মাফুজ মাঝি(১৬)পিতা হারুন মাঝি,সাইফুল ইসলাম ছৈয়াল(২০) পিতা আবুল ছৈয়াল,মো: ফরহাদ পাটওয়ারী(১৮)পিতা ওসমান পাটওয়ারী,আব্দুর রহমান শেখ(১৫)পিতা মো: মাসুদ শেখ,মো: জুবায়ের বকাউল(১৪)পিতা মো: আলী বকাউল,মো: জুম্মন বেপারী(১৪) পিতা হানিফ বেপারী,মো: তুহিন(১৮)পিতা অহিদউল্লা,মো: রহমত মাঝি(১৯) পিতা মো: হারুনুর রশিদ মাঝি,মো: শাওন হাওলাদার(২০) পিতা মো: সুজন হাওলাদার।
এদের সকলের বাড়ি পুরানবাজার বউবাজার এলাকার বিভিন্ন স্থানে। এ অভিযান পরিচালনা করেন,শহরের কমিউনিটি পুলিশ অঞ্চল-৪,এর টহল সদস্য মো: শাহিন খান,আব্দুর রহিম ছৈয়াল। এ ঘটনা তাৎক্ষনিক জানতে পেরে মানবিক কারনে কমিউনিটি সদস্যদের সহযোগিতা করেন,শহরের কুমিল্লা রোডস্থ নূর ম্যানশনের নাইট গার্ড মো: সেলিম গাজী।
পরে চোর চক্রের ৩সদস্য কমিউনিটি পুলিশ টহল সদস্যদের হাত থেকে ফাঁকিদিয়ে পালিয়ে গেছে। এ বিষয়টি নিয়ে জেলা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কমিউনিটি টহল সদস্যরা। এ ব্যাপারে ,চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে চাঁদপুর মডেল থানার একটি নির্ভরযোগ্য সূত্র।
জানা যায়, শুক্রবার রাতে যখন চাঁদপুর শহরের পালা,মহল্লা ও বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন থাটি ফাষ্টনাইটের অনুষ্ঠানে মেতে উঠে ব্যস্ত সময় কাটাচ্ছিল। ঠিক তখনই রাত অনুমান ১টা ও দেড়টায় দিকে শহরের পুরানবাজার বউবাজার এলাকার বাসিন্দা একদল যুবক ও কিশোর চুরি ও ছিনতাই কাজে লিপ্ত হয়ে পড়ে।
এদের মধ্যে ৯জন যুবক ও কিশোর শহরের কোটষ্টেশন এলাকার টাউনহলের পাশের একটি পানের দোকানের ক্যাশবাক্য ভাঙ্গা ও মেডিসিন কর্নারের তালা ভাঙ্গার চেষ্টা কালে ৫জন কিশোর চোর ও শহরের বড় ষ্টেশন রোডের পুলিশ বক্যের পিছনে ৪জন যুবক রিকসা থামিয়ে যাত্রীদের কাছ থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই চেস্টা কালে ৪ যুবককে ঘটনাস্থল থেকে কমিউনিটি পুলিশ অঞ্চল-৪,এর টহল সদস্যরা আটক করে। পরে তাদেরকে শারীরিক শাস্তি দিয়ে হাত বাধার জন্য রশি খুজতে থাকা অবস্থায় ৩ জন যুবক ছিনতাইকারী কমিউনিটি পুলিশ সদস্যদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়। আটক অপর ৬জনকে জিজ্ঞাসাবাদ শেষে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করে বলে জানা যায়।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রশিদ জানান,আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন হরা হবে।
ফম/এমএমএ/