চাঁদপুর শহরে প্রবাসীর স্ত্রীর সাথে অপকর্ম করতে গিয়ে প্রেমিক আটক

চাঁদপুর: চাঁদপুরে রাতের আধাঁরে প্রবাসী জসিম মোল্লার স্ত্রী হাসিনা বেগম এর ঘরে প্রবেশ করে অসামাজিক কর্মকান্ড করতে গিয়ে ধরা খেলো পরকীয়া প্রেমিক আজিজ চৌধুরী। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা চাঁদপুর সদর মডেল থানার পুলিশের কাছে প্রেমিক আজিজ কে তুলে দেয়। হাসিনা বর্তমানে তার শ্বশুড় বাড়িতে রয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত দেড়টায় পৌর ৭ নং ওয়ার্ডের কবরস্থানে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, বাহারাইন প্রবাসী মোঃ জসিম মোল্লা ১২ বছর পূর্বে প্রবাসে চলে যান। এর মধ্যে কয়েকবার দেশে আসা যাওয়া করলেও পাশবর্তী আজিজ চৌধুরীর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে যায় প্রবাসীর স্ত্রী হাসিনা বেগম। প্রায় ৬ বছর ধরে পরকিয়া প্রেমিকের সাথে হাসিনা সম্পর্কের মধ্যে কয়েকবার অপকর্ম করার সময় ধরে ফেলেন এলাকাবাসী। মঙ্গলবার রাত দেড়টায় পরকিয়া প্রেমিক আজিজ প্রবাসীর ঘর থেকে বের হওয়ার সময় জা শাহিনা বেগম তাকে ধরে ফেলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। প্রবাসী জসিম ও হাসিনার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
পরকিয়া প্রেমিক আজিজের স্ত্রী সালমা বেগম জানায়, আমার স্বামী টিভি, ফ্রিজের মেকার। আমি দেড় বছর পূর্বে আমার স্বামীকে হাসিনার সাথে অবৈধ মেলামেশা করার সময় ধরে ফেলি। তখন স্বামী ক্ষিপ্ত হয়ে আমার মাথায় দা দিয়ে কোপ দেয় এবং মাথায় ৬টি সেলাই লাগে। বর্তমানে আমাদের সংসারে ৩টি ছেলে আছে। আমি আর তার সংসার করবো না। আমি মানুষের বাসায় জ্বি এর কাজ করি। তাকে হাসিনার সাথে বিয়ে দিয়ে দেওয়া হউক।
হাসিনার জা শাহিনা বেগম জানায়, আমার আর হাসিনার ঘর পাশাপাশি। ২ দিন ধরে আমার ছেলে বাড়ির বাহিরে গেছে। আমি দরজার শব্দ শুনে মনে করেছি আমার ছেলে এসেছে। পরে হাসিনার ঘর থেকে আজিজ কে বের হতে দেখে আমি দৌড়ে গিয়ে হাতেনাতে ধরে ফেলি। সে প্রায়ই এই ঘরে আসতো।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম