
চাঁদপুর: চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের একটি বাসা থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া রোডের জয়নাল আবেদীন এর বাসার পশ্চিম মাথার রুমের ভিতর থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় ও চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফেরদৌস হোসেন, এএসআই মোঃ হেলাল উদ্দিন, মোঃ শহিদুল্লাহ এর নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামীর হলেন- সদর উপজেলার বড় শাহতলী গ্রামের রুশদী বাড়ীর মৃত আবুল খায়ের রুশদীর ছেলে মো. সৈকত রুশদী (৩৫) ও বড়গুনা জেলার বেতাগী থানার পেদ্দা বাড়ীর মো. ছোবহান মৃদার মেয়ে সুমাইয়া মৃধা (৩০)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানান, দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হতে ইয়াবা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল ধৃত আসামী সৈকতের দেহ তল্লাশি করে তাহার পরিহিত প্যান্টের ডান পকেট হতে ৫০পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী সুমাইয়ার পরিহিত থ্রি-পিছের ভিতর হতে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যাহার ওজন ১০ গ্রাম, মূল্য অনুমান ৩০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মামলা হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
ফম/এমএমএ/