চাঁদপুর শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

চাঁদপুর : চাঁদপুর শহরে যানজটের ভোগান্তি নিরসনে কাজ শুরু করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে শহরের কালিবাড়ী মোড়ে শিক্ষার্থীদের এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন ও এসপি আবদুর রকিব।

ট্রাফিক পুলিশের পাশাপাশি যানজট নিরসনে রাস্তায় থাকবে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ডিসি বলেন, যানজট নিরসনে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড বাড়ানো এবং ইজিবাইকগুলোতে লাল ও সবুজ রঙ করা হয়েছে। লাল রঙের ইজিবাইক যেদিন চললে, সেদিন সবুজ রঙের বাহনগুলো বন্ধ থাকবে। শহরে যানজট নিরসনে সবার সহযোগিতা চান তিনি।

সেখানে পার্কিংয়ের জন্য জায়গা নির্ধারণ করে চিহ্নিত করে দেওয়া হয়েছে। ওই এলাকার বাইরে পার্কিং করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় শিক্ষার্থীরা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম