চাঁদপুর: চাঁদপুরে জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯ বান্ডিল তাস, সাড়ে ৯ হাজার টাকা ও ৬ টা মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।
রোববার দিনগত রাত আড়াইটায় শহরের চেয়ারম্যানঘাটস্থ জে টি রোডের একটি বাসা থেকে জুয়াখেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেনঃ শহরের জেটি রোডের আবু তাহের, মিজান, মনোয়ার, সুমন ও রিয়াদ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের জেটি রোডের একটি টিনসেট বাড়িতে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৯ বান্ডিল তাস, সাড়ে ৯ হাজার টাকা ও ৬ টা মোবাইল ফোন উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ফম/এমএমএ/