চাঁদপুর শহরের শ্রমিক কলোনীর হাজেরা মাদকসহ গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর শহরের রেলওয়ে শ্রমিক কলোনীর হাজেরা বেগম (৩৮) কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে স্বর্ণখোলা এলাকা থেকে গ্রেফতার করে নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই আল-আমিন ও সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্বর্ণ খোলা এলাকার দারুল ফজল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনের পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী হাজেরা বেগম, স্বামী- রহিম বেপারী, সাং- রেলওয়ে শ্রমিক কলোনী, ওয়ার্ড নং-০৭, থানা ও জেলা- চাঁদপুরকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম